কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান জানান, রোগীদের জন্য দুটি আইসোলেশন ওয়ার্ডের ২০টি শয্যা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে চিকিৎসকদের জন্য ৪০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাওয়া গেছে। আরও পিপিইর চাহিদাপত্র পাঠানো হয়েছে। গুরুতর আক্রান্ত রোগী ঢাকায় পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুর রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ওয়ার্ড না থাকায় সংকটাপন্ন রোগীকে ঢাকায় পাঠানো হবে। আর কুমিল্লায় করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা না থাকায় তা প্রয়োজনে চট্টগ্রামের ফৌজদারহাট বা ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান