করোনা শনাক্তে কানাডাকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন আক্রান্ত নিয়ে ১৭তম অবস্থানে চলে এসেছে দেশটি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় কানাডায় ১ লাখ ১ হাজার ৪৯১ জন আক্রান্ত হয়েছেন। আর স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত শনাক্ত এক লাখ দুই হাজার ২৯২ জন।
তবে বরাবরের মত যুক্তরাষ্ট্র আক্রান্তের তালিকায় শীর্ষের রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬৩ হাজার ২৯০ জন সংক্রমিত হয়েছেন। এরপরে রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, চিলি, ইরান, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো ও সৌদি আরব।
উল্লেখ্য, বাংলাদেশের অবস্থান সৌদি আরবের পরেই। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ১ লাখ ৪১ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা প্রকোপ শুরু হওয়ার ১০২তম দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন।