করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণরোধে ঢাকা শহরের রাস্তঘাটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের ৮টি গাড়িতে করে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। রাজধানী ঢাকার উত্তরা কুয়েত মৈত্রী হসপিটাল এলাকা, আশকোনা, সেক্টর ১১ ও অন্যান্য এলাকা, নদ্দা ও খিলখেত এলাকা, মিরপুর ০১, ০৭, ১০, ১৩, ১৪ ও অন্যান্য পার্শ্ববর্তী এলাকা, মিরপুর টোলারবাগ, আগারগাঁও তালতলা, ৬০ ফিট এলাকা, কল্যাণপুর, মডেল একাডেমী এলাকা, বনানী, গুলশান ও পার্শ্ববর্তী এলাকা, বসুন্ধরা পার্শ্ববর্তী এলাকা ও মোহাম্মদপুর কলেজ গেট এলাকাগুলোতে এই জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। এক তথ্যবিবরণীতে আজ একথা জানানো হয়।
তথ্যবিবরণীতে আরো উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার তথা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতদিন কাজ করে যাচ্ছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান