ব্রাজিলে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে বরখাস্ত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
বৃহস্পতিবার একটি টুইট বার্তায় মানদেত্তা তার বরখাস্তের তথ্য জানান। বলেন, ‘প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরখাস্ত করার খবর পেয়েছি।’ একইসঙ্গে তার সঙ্গে কাজ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তার স্থলাভিষিক্ত হওয়া নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টাইশকে শুভেচ্ছাও জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, করোনা ভাইরাস ঠেকাতে সামাজিক আইসোলেশন চেয়েছিলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তা। অপরদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো দেশের মধ্যে এমন আইসোলেশনের নির্দেশ দিতে নারাজ ছিলেন। আর এ নিয়ে তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি স্থানীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে জনগণকে ঘরে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দিয়েছিলেন লুইজ হেনরিক। আর এ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে তার তুমুল মতবিরোধ হয়। কারণ, শুরু থেকেই এই ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে আসছেন জাইর বোলসোনারো। এরপর স্বাস্থ্যমন্ত্রীর এ পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১৫ জন। প্রাণ হারিয়েছে ১৬৭ জন। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ২ হাজার।