জেলায় করোনার ২য় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজে মাস্ক বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বান্দরবান বাজার,মারমা বাজার,উজানী পাড়া,রাজার মাঠ,মাছ বাজারসহ বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে করোনার ২য় টেউ মোকাবেলায় সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় ।
বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান,বান্দরবানে করোনা মোকাবেলায় বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা কাজ করে যাচ্ছে এবং বান্দরবান সদরে ১০হাজার মাস্ক বিতরণের পাশাপাশি উপজেলাগুলোতে এ কার্র্যক্রম অব্যাহত থাকবে।