করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টায় তাদেরকে ভর্তি করা হয়। তারা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ জানান, বুধবার রাতে জ্বর অবস্থায় এক নারীকে তার বন্ধবী হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের লক্ষণগুলো দেখে বান্ধবীসহ করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছে তাই দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন জানিয়ে ডা. শৈলেন্দ্রনাথ বলেন, ‘তাদের অবস্থা এখনও ভালো আছে। যদি লক্ষণগুলো আরও বাড়ে তাহলে আইইডিসিআরে রক্তের নমুনা পাঠানো হবে।’
এর আগে গত মঙ্গলবার এক পুলিশ সদস্য ও তার পিতাকে খুমেক হাসপাতালের আইসোলোশন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনের কনস্টেবল। তার সেবায় নিয়োজিত থাকায় বাবাকেও হাসপাতালে ভর্তি রাখা হয়।