করোনা সন্দেহে সাভারে ‘ফেলে যাওয়া’ বৃদ্ধ-বৃদ্ধাকে উদ্ধার

সাভারের পৃথক স্থান থেকে এক বৃদ্ধ ও বৃদ্ধাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত সন্দেহে তাদের ফেলে যাওয়া হলেও তারা করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। শনিবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি ও পৌর এলাকার মাঝিপাড়া মহল্লা থেকে তাদের উদ্ধার করা হয়।  সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, রাস্তায় এক বৃদ্ধা পরে থাকার খবর পেয়ে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ রাতেই জয়নাবাড়ি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ বলেন, ‘এখনও উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় নিশ্চিত হতে পারিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। এছাড়া এই বৃদ্ধাকে করোনা সন্দেহে স্বজনরা ফেলে গেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।’ অন্যদিকে, শনিবার গভীর রাতে সাভার পৌর এলাকার মাঝিপাড়া থেকে ৬০ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তিনি রাস্তায় পড়ে পেটব্যথায় কাতরাচ্ছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকেও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার