সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত পাঁচ রোগী সুস্থ হয়ে উঠেছেন। বুধবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৪২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ১৯ জন এবং বাকী ২৩ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে চিকিৎসাধীন সকলেই ভালো আছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, ‘একটা ভালো খবর হচ্ছে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এমন পাঁচজন রোগীকে বুধবার দুপুরে ছাড়পত্র দেয়া হবে।’ এ চিকিৎসক আরও বলেন, আমরা যে পাঁচজন রোগীকে ছাড়পত্র দিচ্ছি তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাদের বেশির ভাগই সিলেট জেলার। ‘পর পর দুবার রিপোর্ট নেগেটিভ এলে আমরা তাদের ছেড়ে দিতে পারি,’ যোগ করেন তিনি। তিনি বলেন, ‘যাদের ছাড়পত্র দেয়া হবে তাদের করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থই ছিলেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল প্রটোকল আছে, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব।’ সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫৭ জন। যেখানে চিকিৎসক, নার্সসহ প্রশাসনের অনেক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসকও রয়েছেন।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এছাড়া বিভাগের অন্য তিন জেলা সিলেট ৩৯ জন, সুনামগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সিলেট বিভাগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। যার মধ্যে ১১ জন চিকিৎসক, সেবিকা (নার্স) ১১ জন ও হাসপাতালের স্টাফ রয়েছেন ২২ জন। এখন পর্যন্ত পুরো বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জে এক নারী ও এক পুরুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান