চট্টগ্রাম নগরীর খুলশী থানার সেগুনবাগিচা এলাকায় মোসাম্মৎ রিতা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
বুধবার (৬ জুন) ওই এলাকার অফিসার্স কলোনির রিতার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিহত রিতা মাদারীপুর সদরের হুগলী এলাকার বাসিন্দা মোহাম্মদ মাহমুদের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি অফিসার্স কলোনিতে থাকতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গলায় ফাঁস দেওয়ার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আজকের বাজার/এসএম