রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার পাঁচ দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর কর্মীরা। মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন-চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার(৩০)ও শিশু পুত্র বিজয় মজুমদার(৫)। এর আগে গত শুক্রবার রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আসা ৫৩ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিন চালিত নৌকা স্রোতের তোড়ে ডুবে গিয়ে তিনজন নিখোঁজ হন।
ওই দিন বিকালে দেবলীলা(১০)নামে একজনের লাশ উদ্ধার করা হলেও একই পরিবারের মা-ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল জানান, শুক্রবার নৌকা ডুবির ঘটনায় প্রথমদিন একজনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর ৫ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সরফ ভাটা নদী থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান