চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে কর্ণফুলী নদীর পাড় অবৈধ দখলমুক্ত অভিযান।
মঙ্গলবার সকাল থেকে নদীর পাড়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন।
এর আগে সোমবার কর্ণফুলীর উত্তর পাড়ে উচ্ছেদ অভিযানের প্রথম দিনে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করার কথা জানিয়েছে প্রশাসন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা ভূমি সহকারী কমিশনার তাহমিলুর রহমান।
ইতিমধ্যে অভিযানকারী দল বুলডোজার দিয়ে অসংখ্য স্থাপনা ভেঙে দিয়েছে। তবে অভিযানের আগেই নদীর দুই পাড়ের অবৈধ কাঁচা, সেমিপাকা, পাকা স্থাপনা সরিয়ে নিয়েছে অনেকে।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, কর্ণফুলীর অবৈধ দখল উচ্ছেদ অভিযান ফলপ্রসূ করতে আমরা কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি।
চাক্তাই থেকে পতেঙ্গা পর্যন্ত কর্ণফুলীর অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে তিন জোনে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মোট দুই হাজার ১৮৭টি স্থাপনা উচ্ছেদ করা হবে।
প্রথম ধাপে গতকাল (সোমবার) থেকে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত দুইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, আজ সদরঘাট থানার এলাকার কর্ণফুলী ঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান চলছে।
উচ্ছেদ অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, অবৈধ স্থাপনা ভাঙার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বুলডোজার, স্ক্যাভেটার, পে-লোডার, ট্রাকসহ সরঞ্জাম দিয়েছে। ১০০ শ্রমিক উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা ভাঙার কাজ করছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ