চট্টগ্রামের পতেঙ্গা থানার নেভাল এলাকায় নির্মাণাধীন কর্ণফুলী টানেলের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মো. নয়ন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আনোয়ারা উপজেলার বটতলি এলাকার জনার পাড়া গ্রামের মুহাম্মদ সৈয়দের ছেলে।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ‘কর্ণফুলী টানেলের নির্মাণ কাজে দুর্ঘটনার শিকার হয় কিশোর নয়ন। এ সময় নয়নকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এসএম/