পরিবেশ দূষণের অভিযোগে রোববার দেশ-১ তেলের জাহাজের মালিককে তিন কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ আদালত।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা জানান, পরিবেশ ও জলজ প্রাণীর ক্ষতির অভিযোগে তেলের জাহাজ দেশ-১ এর মালিকপক্ষকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। শিগগিরই এ টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে শুনানিতে দুর্ঘটনাকবলিত অপর লাইটারেজ জাহাজ ‘সিটি ৩৮’কে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকার মাঝ নদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ও তেলের জাহাজ ‘দেশ-১’ এর সংঘর্ষ ঘটে। এতে ‘দেশ-১’ এর তলা ফেটে গিয়ে প্রায় ১২০০ টন ডিজেল কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে কর্ণফুলী চ্যানেল ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি হয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, তারা নিজ উদ্যোগে ইতোমধ্যে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া তেল ৮০ ভাগ তুলে নিতে সক্ষম হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ