২৫ দিন পর রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) কাগজ উৎপাদন ফের শুরু হয়েছে ।
কেপিএমের শ্রমিক কল্যাণ পরিষদ সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, পুনরায় গ্যাস সংযোগ দেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কারখানায় কাগজ উৎপাদন শুরু হয়।
উল্লেখ্য, কোন রকমের নোটিশ ছাড়াই গত ৪ আগস্ট থেকে চট্টগ্রামের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কেপিএমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে কাগজ উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৪ দিন পর গতকাল কেপিএমে গ্যাস পুনরায় সংযোগ দেয়ার পর আজ থেকে মিল চালু হয়েছে।
আজকের বাজার/এমএইচ