বিগত ২০০৯ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় ৩ হাজার ৯৬৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ৬৪৯ জন নিহত হয়েছেন। একই সময়ে দায়িত্বরত অবস্থায় ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৫ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, এর মধ্যে ২০০৯ সালে আহত হন ১২৫ জন ও নিহত হন ২৮ জন। ২০১০ সালে ১৭৬ জন আহত ও ৪০ জন নিহত হন। ২০১১ সালে ১৯০ জন আহত ও ৫১ জন নিহত হন। ২০১২ সালে ২০৫ জন আহত ও ৩৮ জন নিহত হন। ২০১৩ সালে ২ হাজার ২১০ জন আহত ও ১০৯ জন নিহত হন। ২০১৪ সালে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হন। ২০১৫ সালে ৩৭২ জন আহত ও ১২৬ জন নিহত হন। ২০১৬ সালে ২৫৯ জন আহত ও ১২৮ জন নিহত হন। ২০১৭ সালের মে পর্যন্ত ১৫০ জন আহত এবং ২৭ জন নিহত হয়েছেন।
গতকাল বুধবার নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতির পিতার পলাতক ও দণ্ডপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডায় ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্ন্তজাতিক বিমানবন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবিসহ তথ্য প্রেরণ পূর্বক ও তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭