কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে আগামী সংসদের নতুন সরকার পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৮ নভেম্বর বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারটির আয়োজন করে।
এসময় অর্থমন্ত্রী বলেন, কর্পোরেট ট্যাক্স পুঁজিবাজারবান্ধব নয়, সেটা আমরা বুঝি। তবে এই ট্যাক্স কমানোর ব্যাপারে পদক্ষেপ নেবে নতুন নির্বাচিত সরকার। তারাই ট্যাক্স কমানোর বিষয়গুলো নিয়ে কাজ করবে।
পুঁজিবাজার সম্পর্কে তিনি বলেন, বেশ কয়েক বছরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেওয়া সংস্কারগুলো পুঁজিবাজার স্থিতিশীলতা আনতে ভূমিকা রেখেছে। তবে এই সংস্কার কাজ চলমান রাখতে হবে। কারণ আগামী ৫ বছরে আমাদের অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।
মন্ত্রী এসময় বলেন, বাংলাদেশে দারিদ্রসীমার মধ্যে বসবাসকারী মানুষের হার এখন সাড়ে ২২ শতাংশ। তবে সরকারের নেওয়া উন্নয়ন পলিসিগুলোর বাস্তবায়ন এবং তা চলমান থাকলে; আগামী ২০২৩ সালের মধ্যে দেশ দারিদ্র মুক্ত হবে।
তাই আগামী ৫ বছর বাংলাদেশের অর্থনীতির জন্য কঠিন সময় বলে মনে করেন তিনি।
এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বলেন, কয়েক বছরের সংস্করের ফলে দেশের পুঁজিবাজার আজ স্থিতিশীল অবস্থায় এসেছে।
তিনি বলেন, বেশ কিছু আইনের পরিবর্তন, কর্পোরেট গাইড লাইন, স্বতন্ত্র পরিচালক বিধি, বিনিয়োগকারীকে সচেতনতা কর্মসূচি পালন, এফআরসি গঠনসহ নানা পদক্ষেপের মাধ্যমে এটা করা সম্ভব হয়ছে।
তবে দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সেভাবে পুঁজিবাজারের উন্নতি হয়নি বলেও মনে করেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিদেশি পোর্টফোলিওতে লেনদেনের হার মোট লেনদেনের ৫ শতাংশ; যা পার্শ্ববর্তী দেশ ভারতে ৪০ শতাংশ। একই সঙ্গে এখানে বিনিয়োগের হারও ভারতের তুলনায় অনেক কম। তাই এখানকার বাজার বাড়ানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর সভাপতি মোহাম্মদ আজিজ খান বলেন, অর্থনৈতিক চাহিদার আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের গভীরতা এবং তারল্যে অভাব রয়েছে। আমাদের জিডিপিতে পুঁজিবাজারের অবদান যেখানে ২২ শতাংশের কাছাকাছি; সেখানে ভারত অনেক আগেই ৪০ শতাংশ পেরিয়ে গেছে।
দেশের পুঁজিবাজারে প্রোডাক্টগুলোর বৈচিত্রকরণের অভাবও প্রকট বলে উল্লেখ করেন তিনি।
কর্পোরেট ট্যাক্স নিয়ে তিনি বলেন, একটি কোম্পানির যদি ১০টি সহযোগী প্রতিষ্ঠান থাকে তবে ট্যাক্স দিতে দিতে মূল কোম্পানির আর মুনাফা থাকে না। এজন্য তিনি কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানান।
এসময় তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বিএসইসি কমিশনারদয়, স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএ ও বিএমবিএ সভাপতিসহ পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে ৮ নভেম্বর ২০১৭