সারা বছর কর্মক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার জন্য নিজস্ব কর্মকর্তাদের পদক দেয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মকর্তাদের কর্ম স্প্রিহা বাড়াতে এ বছর থেকেই ‘নির্বাচন পদক’ নামে এ পদক দিতে চায় বলে কমিশন সূত্রে জানা গেছে।
ইসি সূত্র জানায়, ইসি সচিবালয়ের ও মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের জন্য সাহসী ভূমিকা, ইনোভেশনের মাধ্যমে সেবা সহজীকরণে অবদান, নির্বাচনে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরুপ এ পদক দিতে চায় ইসি।
সূত্র আরও জানায়, এ পদক দেয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নেয়া হচ্ছে। ইসির এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ইসি কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান এর বরাত দিয়ে জানা যায়, নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের জন্য পদক দেয়ার নীতিগত সিন্ধান্ত নিয়েছে কমিশন। এর নীতিমালা করার জন্য কর্মকর্তাদের কাছে মতামত চাওয়া হয়েছে। ভালো কাজের এ স্বীকৃতির জন্য কর্মকর্তাদের কাজের গতি আরও বাড়বে বলে আশা করি।
এছাড়া কমিশনের নিজস্ব জনবলের জন্য কল্যাণ তহবিল করারও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার: সালি / ২১ জানুয়ারি ২০১৮