জনবল নিয়োগ দেবে কর্মসংস্থান ব্যাংক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২২৬ জন প্রকৃত ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের সরাসরি নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা :
-যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান
-টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন
-কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে
-কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ
-১৫ মে, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর
-এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা
আবেদনের শেষ তারিখ : ৩ মে, ২০১৭ সকাল ১০ টা থেকে ১৫ মে, ২০১৭ রাত ১২টা
আবেদন প্রক্রিয়া : বিডিজবস ডটকমের (www.bdjobs.com/kb) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করা যাবে।
আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭