কর্মীদের ভারে ভেঙে পড়ল মেয়রের সভামঞ্চ

‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে মঞ্চ। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ নেতাকর্মীরা মঞ্চে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে পরীবাগ মসজিদসংলগ্ন নালীরপাড় এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের ভার সইতে না পারায় মঞ্চটি ভেঙে পড়ে।

জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে মঞ্চে উঠেন। অনুষ্ঠান চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে যখন জবাব দিচ্ছিলেন, তখনই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে মঞ্চ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পরে মেয়র বলেন, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। এটি দুর্ঘটনাবশত হয়েছে।

আরএম/