কর কর্মকর্তাদের দ্বারা ব্যবসায়ীদের হয়রানি বন্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার ফেডারেশনের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘কর কর্মকর্তারা মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আগে আপনাদের (কর কর্মকর্তা) অবশ্যই আমাদের (এফবিসিসিআই ও সংশ্লিষ্ট চেম্বার) নোটিশ দিতে হবে।’
রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত জাতীয় বাজেট ও অর্থ বিল ২০১৯-২০ নিয়ে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
এফবিসিসিআই সভাপতি শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি থেকে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব দেন। সেই সাথে তিনি করপোরেট কর আড়াই শতাংশ কমানো এবং স্টক ডিভিডেন্ডের পুরো ১৫ শতাংশ কর বাতিলের প্রস্তাব রাখেন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক অভিযোগ করেন, তাদের সদস্যরা নানা উপায়ে হয়রানির শিকার হচ্ছেন।
আজকের বাজার/এমএইচ