কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রির অর্থ ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ১০ শতাংশ ‘গেইন ট্যাক্স’ ছাড় পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ ২৯ অক্টোবর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের প্রজ্ঞাপনের ফলে কর ছাড়ের বিষয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে। তাই চলতি সপ্তাহের মধ্যেই পুঁজিবাজারে নতুন বিনিয়োগ আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান প্রজ্ঞাপন জারির জন্য এনবিআর ও সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রজ্ঞাপনের ফলে চিনা কনসোর্টিয়ামের কাছ থেকে পাওয়া অর্থ বিনিয়োগে আর কোনো বাঁধা রইল না। তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহের মধ্যে এই অর্থ বিনিয়োগ শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বাজারের অস্থিরতা কেটে যাবে।
তিনি বিনিয়োগকারীদেরকে অকারণে প্যানিকড না হওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ, কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে চিনা কনসোটিয়ামের কাছে ডিএসইর ২৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে। এ বাবদ স্টক এক্সচেঞ্জটির সদস্যরা মোট ৯০০ কোটি টাকা পাবেন।
ডিএসইর পক্ষ থেকে শেয়ার বিক্রির মুনাফার উপর থেকে বিদ্যমান ১০ শতাংশ মূলধনী কর (Capital Gain Tax) অব্যাহতি দেওয়ার আবেদন করা হলে শর্তসাপেক্ষে তা অনুমোদন করে অর্থমন্ত্রণালয়। শর্ত অনুসারে শেয়ার বিক্রির অর্থ ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করে তা তিন বছর বিনিয়োগে রাখলে ১০ মূলধনী মুনাফা কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না।
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য এনবিআরের সম্মতি ও প্রজ্ঞাপন প্রয়োজন ছিল। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া দেশের বাইরে থাকায় এই প্রজ্ঞাপন জারি করতে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত আজ বিকাল পৌনে ৫টায় এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।