আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন থাকলেও ব্যাংকের সংশ্নিষ্ট শাখা খোলা থাকবে আগামী ৩০ জুন (শনিবার)।
বুধবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে দেশের সব ব্যাংকে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা, আয়কর ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে আগামী ৩০ জুন শনিবার সব তফসিলি ব্যাংকের সংশিষ্ট শাখা খোলা রাখতে হবে। যাতে চেক, চালান, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কর জমা নগদায়ন করার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসব ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আজকের বাজার/একেএ