কর দিয়ে আনন্দিত অনেকেই

সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাসান। স্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মাহমুদা হোসাইন। আয়কর মেলায় রিটার্ন দাখিল করতে এসে ভিড়ের মধ্যে প্রায় কাহিল অবস্থা।

দুইজন অনেক চেষ্টা করেও কোথাও বসে রিটার্ন পূরণের সুযোগ পেলেন না। শেষে বাধ্য হয়ে কিছুক্ষণ রোভার স্কাউট ডেস্কে, পরে লম্বা সময় মেলা প্রাঙ্গণে ফ্লোরে বসে রিটার্ন পূরণ করলেন।

রিটার্ন দাখিল আর ইনকাম ট্যাক্স কার্ড আইডি কার্ড হাতে পেয়ে যেন ঈদের চাঁদ হাতে পেলেন। এত করদাতার ভিড় দেখে হতভম্ব হয়ে গেলেও কর দিয়ে যেন আনন্দই পেলেন।

মাহমুদুল হাসান বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় রিটার্ন দিতে আসলাম। গত কয়েক বছর ধরে মেলায় রিটার্ন দেই। কিন্তু আজ এসে এত মানুষ, ভিড়, লম্বা লাইন দেখে ভয় পেয়ে গেলাম।

তিনি বলেন, এত মানুষ রিটার্ন পূরণ করছে জায়গা পর্যন্ত পেলাম না। তবে আয়কর কর্মকর্তাদের সহযোগীতায় রিটার্ন দেওয়া, ইনকাম ট্যাক্স আইডি কার্ড পেতে দেরি হয়নি।

মাহমুদা হোসাইন বলেন, মেলায় এসে দেখলাম যেন মানুষ কর দিতে নয় কর উৎসব করতে মেলায় এসেছে। তবে মানুষের সংখ্যা বেশি হলেও সেবার মান অত্যন্ত সন্তোষজনক।

৪ নভেম্বর শনিবার আয়কর মেলার চতুর্থ দিন। ছুটির দিন হওয়ায় আয়কর মেলায় মাহমুদুল হাসান-মাহমুদা হোসাইন দম্পত্তির মতো হাজার হাজার মানুষ এসেছে রিটার্ন জমা ও করসেবা নিতে।

রাজধানীর আগারগাঁও আয়কর মেলা ঘুরে দেখা যায়, মেলার প্রতিটি বুথে করদাতা-সেবা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। হাজার হাজার করদাতা রিটার্ন পূরণে জায়গা না পেয়ে ফ্লোরে বসে পূরণ করছেন।

আয়কর রিটার্ন বুথে দীর্ঘলাইন পেরিয়ে ইনকাম ট্যাক্স আইডি কার্ড বুথে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু আইডি কার্ড বুথে যাওয়ার মাত্র ১৫-২০ সেকেন্ডের মধ্যে একজন করদাতাকে কার্ড দিয়ে দেওয়া হচ্ছে।

গতবছরের চেয়ে এবার আয়কর মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে এবার প্রথম ও দ্বিতীয় তলায় মেলা সম্প্রসারণ করা হয়েছে। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা।

মাতুয়াইল থেকে আসা সাব-রেজিস্ট্রার হুমায়ূন কবির অর্থসূচকে বলেন, দেড় ঘণ্টা চেষ্টা করে প্রথমবারের মতো রিটার্ন পূরণ আর দাখিল করলাম। করসেবায় কমতি ছিল না। প্রথমবার কর দিলেই কর দেওয়া নয় যেন কর উৎসব হচ্ছে। মানুষের মধ্যে যে কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ এ মেলা।

মেলার ৪র্থ দিন শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশের ৭১টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার ৩য় দিন ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার আয়কর আহরণ, ১ লাখ ৬৪ হাজার ২৫২ জনের সেবা গ্রহণ ও ৩৯ হাজার ৬৭২টি রিটার্ন দাখিল করেছেন। শনিবার এ সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাজার:এলকে/এলকে ৪ নভেম্বর ২০১৭