কর না দেয়া ধনীদের খুঁজে বের করার নির্দেশ দিলেন এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)নতুন চেয়ারম্যান  মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন,আমরা অনেক বড় বড় ব্যবসায়ীর নাম শুনি, তাঁদের প্রভাব-প্রতিপত্তি জানি। কিন্তু কর দেয়ার ক্ষেত্রে তারা সবার পেছনে থাকেন। এদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার ৪ জানুয়ারি কর্মক্ষেত্রে প্রথম যোগদান উপলক্ষে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে  এ নির্দেশ দেন তিনি।

সে সময় মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন,  বড় বড় আলোচিত এসব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। আমরা তাদের সম্মান জানাতে চাই।

তিনি এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে  বলেন, এনবিআর হবে ব্যবসাবান্ধব অফিস। দেশে যদি ব্যবসা ভালো চলে তাহলে আপনা-আপনিই রাজস্ব বাড়বে।

আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮