করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে ৩৬টি ক্যাটাগরিতে ১৪১ করদাতাকে দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা ‘ট্যাক্স কার্ড’ প্রদান করা হয়েছে। ১৪১ দীর্ঘসময়সহ ৩৭০ জন সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড প্রদান করা হয়। ৮৪ পরিবারকে কর বাহাদুর সম্মাননা প্রদান করা হয়।
৮ নভেম্বর বুধবার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ এ কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর অঞ্চল গাজীপুর ও নারায়নগঞ্জ ব্যতীত সকল জেলার সেরা করদাতা ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হয়। এছাড়া প্রথমবারের একই পরিবারের দীর্ঘসময় কর প্রদানকারী ৮৪ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাদারীপুর জেলায় কর বাহাদুর হিসেবে নৌপরিবহন মন্ত্রী শাহজান খান ও তার পরিবার ও ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে সংসদ সদস্য একেএম রহমতুল্লা ও তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
১৪১ দীর্ঘমেয়াদী করদাতার মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন ও কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ব্যক্তি শ্রেণির ৭৬টির মধ্যে সিনিয়র সিটিজেন ৫, গেজেটেড মুক্তিযোদ্ধা ৫, প্রতিবন্ধী ৩, মহিলা ৫, তরুণ ৫, ব্যবসায়ী ৫, বেতনভোগী ৫, চিকিৎসক ৫, সাংবাদিক ৫, আইনজীবী ৫, প্রকৌশলী ৩, স্থপতি ৩, একাউন্ট্যান্ট ৩, নতুন করদাতা ৭, খেলোয়াড ৩, অভিনেতা-অভিনেত্রী ৩, শিল্পী ৩ ও অন্যান্য ৩ জন।
কোম্পানি পর্যায়ে ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং ৬, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ৪, টেলিকমিউনিকেশন ১, প্রকৌশল ৩, খাদ্য ও আনুষঙ্গিক ৩, জ্বালানি ৩, পাট শিল্প ৩, স্পিনিং ও টেক্সাটাইল ৭, ঔষধ ও রসায়ন ৪, প্রিন্ট ও ইলেকট্রনিক ৪, রিয়েল এস্টেট ৩, তৈরি পোশাক ৭, চামড়া শিল্প ৩, অন্যান্য ৪।
অন্যান্য করদাতা পর্যায়ে ১০টি ট্যাক্স কার্ড হল-ফার্ম ৪, ব্যক্তি সংঘ ও অন্যান্য ৪টি। ১০ সিটি কর্পোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৭ জনকে সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে ট্যাক্স কার্ড ও কর বাহাদুর পরিবার ছাড়াও ১৩ জন সাংবাদিককে ‘এনবিআর সেরা রিপোর্টার এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘জনকল্যাণে রাজস্ব’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন।
আজকের বাজার:এলকে/এলকে ৮ নভেম্বর ২০১৭