কর মেলায় এলটিইউ: ৭ প্রতিষ্ঠানের ৫৯ কোটি টাকার আয়কর প্রদান

আয়কর মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-আয়কর শাখা আয়কর সেবা প্রদান করে আসছে।

এলটিইউ বুথ থেকে করদাতারা আয়কর সেবা ও রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন। মেলার প্রথম দিন এলটিইউ সেবা প্রদান ও পরামর্শ প্রদান করে আসছে।

এলটিইউ বর্তমান এনবিআরের ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর’ আওতায় করদাতাদের সেবা প্রদান করে যাচ্ছে। মেলায় এলটিইউ এর বুথ থেকে করদাতাদের এলটিইউ থেকে প্রকাশিত হ্যান্ডবুক, তথ্যকনিকা ও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নির্দেশিকা ইত্যাদি প্রদান করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় এলটিইউ প্রথমবারের মতো এ হ্যান্ডবুক প্রকাশ করে। হ্যান্ডবুকে এলটিইউ এর ইতিহাস, অধিক্ষেত্র, উইং ভিত্তিক কার্যক্রমের বিবরণ, করদাতাকে প্রদত্ত সেবার উইং, এলটিইউ এর বিগত ৫ বছরে রাজস্ব আহরণের চিত্র, খাতভিত্তিক আদায়ের পরিসংখ্যান উল্লেখ আছে।

তথ্য কনিকায় অধিক্ষেত্র সংশোধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ অধিক্ষেত্র সংশোধন এনবিআরের নেওয়া যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নির্দেশনা পাওয়া যাবে।

প্রতিদিনই মেলায় এলটিইউ বুথে সেবা গ্রহণ-কর প্রদানে করদাতারা ভিড় করছেন। এরই ধারাবাহিকতায় মেলার ষষ্ঠ দিন সোমবার মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দেশের ৭টি বৃহৎ প্রতিষ্ঠান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের হাতে আয়করের ৫৯ কোটি টাকার আয়করের চেক হস্তান্তর করেন।

প্রতিষ্ঠানসমূহ হল-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড ১৪ কোটি টাকা, ব্যাংক এশিয়া লিমিটেড ৫ কোটি টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ কোটি টাকা, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ৫ কোটি টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১০ কোটি টাকা, সাধারণ বীমা কর্পোরেশন ১০ কোটি টাকা ও উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১০ কোটি টাকাসহ সর্বমোট ৪৫ কোটি টাকার আয়কর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আলমগীর। এছাড়া এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও আয়কর মেলা-২০১৭ এর সমন্বয়ক মো. আব্দুর রাজ্জাক, এলটিইউ এর কমিশনার মো. আলমগীর হোসেনসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব মো. আলমগীর ও তার সহধর্মীনী বিলকিস আক্তারকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়।

আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭