আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ।
ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দরাবাদ। দলের পক্ষে ঋদ্ধিমান ৩৫, শিখর ধাওয়ান ৩৪ আর সাকিব করেন ২৮ রান। কলকাতার কুলদিপ নেন দুটি উইকেট।
১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটে ১৬১ রানে শেষ হয় কলকাতা নাইট রাইর্সের ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান করেন ক্রিস লিন। রাইজার্সদের হয়ে রশিদ খান নেন তিনটি আর সাকিব দখল করেন একটি উইকেট।
আগামী রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা জেতার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরজেড/