কলকাতায় বাংলাদেশি চলচ্চিত্র উৎসব

মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষ্যে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হবে। ‘ঢাকা অ্যাটাক’সহ বাংলাদেশ থেকে ৩০টি সিনেমা নির্বাচিত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহীন আরা বেগম।

শাহীন আরা বেগম বলেন, সেখানে এমন না যে ৩০টির প্রতিটি সিনেমাই প্রদর্শিত হবে। তিন দিনের উৎসবে চারটা সিনেমা হলে স্লট পাওয়া সাপেক্ষে সিনেমা নির্বাচিত হবে। তবে এখন পর্যন্ত ২৭টি সিনেমা নির্বাচিত হয়েছে। আরো দুটি জমা পড়েছে।

আগামী ৫ থেকে ৮ জানুয়ারি কলকাতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। এটি ভারতে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

উৎসবে অংশগ্রহণ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’র কাহিনিকার সানী সানোয়ার বলেন, ‘আমাদেরকে সেন্সর বোর্ড একটি চিঠি দেওয়া হয়েছে উৎসবটি অংশগ্রহণ করার জন্য। আমরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দিয়েছি।’

আজকের বাজার: সালি / ৩১ ডিসেম্বর ২০১৭