বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একের পর এক চলচ্চিত্রে অভিনয় দিয়ে কলকাতায় বাজিমাত করেই চলেছেন ।
জয়া বলেন, ছবিটি অর্ণব পালের পরিচালনায় আসছে। ‘এই ছবিতে আমার চরিত্রে স্ট্রং সেন্স আছে। একটু আলাদা মেজাজের সিনেমা এটি। এর মধ্য দিয়েই প্রথমবার আমি সাইকোথ্রিলার ছবিতে অভিনয় করলাম।’
ছবিতে জয়া ছাড়াও অভিনয় করছেন বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, রাজেশ শর্মা প্রমুখ। রাজেশ শর্মাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। সুব্রত দত্ত অভিনয় করবেন একজন স্পেশ্যাল ইনভেস্টিকেশন অফিসারের চরিত্রে এবং তার সহকারী হলেন রজতাভ দত্ত। চিরঞ্জিত চক্রবর্তী অভিনয় করবেন নামজাদা সাইক্রিয়াটিস্টের ভূমিকায়।
এরইমধ্যে জানা যায়, আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন ছবি। তার নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম। এটি সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি। এ ছবিতে বৃষ্টি চরিত্রে দেখা যাবে জয়াকে। যেখানে বৃষ্টি মাল্টিপল পারসোনালিটি ডিজ অর্ডারের রোগী। তিনি ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যান।