আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজ্য সরকার আয়োজিত ওই শিল্প সম্মেলন শুরু হয়। কলকাতার উপশহর রাজারহাটের নিউটাউনে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
সম্মেলন উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, রিলায়েন্স ইন্ড্রাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। আরো উপস্থিত ছিলেন লক্ষী মিত্তাল, সজ্জল জিন্দাল, সঞ্জীব গোয়েনকা, হর্ষ নেওটিয়ার মতো দেশটির প্রথম সারির শিল্পপতিরা।
মমতা বন্দোপাধ্যায় বলেন, আদর্শ বিনিয়োগের জায়গা বাংলা। আপনারা এখানে বিনিয়োগ করুন। আমরা সহিষ্ণু, শিল্পপতিরা তাই চান। শিল্পক্ষেত্রে আমরা এক নম্বরে। দেশের মধ্যে জিডিপি এবং ই-গর্ভন্যান্সে আমরা এগিয়ে।
শিল্পক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। বেঙ্গল মিনস বিজনেস, আর বিজনেস বানে মজবুতি। বাংলা অত্যন্ত শিল্পবান্ধব রাজ্য। যখন দেখি আমার রাজ্যে কোনও শিল্পপতি কাজে বাধা পাচ্ছেন, তখন আমার খারাপ লাগে। আমরা এই রাজ্যে কোনও বেআইনি কাজ বরদাস্ত করব না।
তিনি আরো বলেন, ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বাংলাকে শিল্পবান্ধব করে তোলা আমাদের চ্যালেঞ্জ। শিল্পপতিদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাকে নিজের বাড়ি ভাবুন। আপনারা বাংলায় আসুন।
শিল্প সম্মেলনে মুকেশ অম্বানী বলেন, আজকের কলকাতা একেবারে নতুন। ওয়েস্ট বেঙ্গলকে বেস্ট বেঙ্গল করতে আমরা বদ্ধপরিকর।
এ ছাড়া অংশ নিচ্ছে পোল্যান্ড, ইতালি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, জাপান, কোরিয়া, ইতালি, নরওয়ে, কানাডা, যুক্তরাজ্যসহ ৩০ টি দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে ২৮ সদস্যের একটি শিল্প প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দিচ্ছে।
আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮