ভারতের পূর্বাঞ্চলীয় নগরী কলকাতার একটি পাঁচতলা ভবনে গতকাল মাঝরাতের পর ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরীর বাগরি মার্কেট এলাকায় অগ্নিকা-টি ঘটে।
ইন্ডিয়া টুডের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, স্থানীয় সময় গতরাত ২টা ৪৫ মিনিটে নগরীর ক্যানিং স্ট্রিটে এই অগ্নিকান্ড ঘটে।
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, আমরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আশপাশে বেশ কিছু ভবন থাকায় সেখানে আগুন নিয়ন্ত্রণকারী সরঞ্জাম নিয়ে ঢোকা কঠিন হয়ে পড়েছে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে ৩০টির বেশি অগ্নি নির্বাপণকারী গাড়ি পাঠানো হয়েছে। ওই এলাকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ট্রাফিক পুলিশে এক কর্মকর্তা টুইটারে বলেন, অগ্নিকান্ডের কারণে এমজি রোড ও পোদ্দার কোর্টের মধ্যে রবীন্দ্র স্বরণী এবং ব্রাবন রোড ও রবীন্দ্র স্বরণীর মধ্যে কানিং স্ট্রিটের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ