বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি 'বিসর্জন' ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'বিসর্জন' আরও অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়।
এ বছর ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্রটি সেরা স্থান দখল করে। সাত দিন ব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত শুক্রবার। উৎসবকে ঘিরে 'ওয়ার্ল্ড প্রিমিয়ার অফ বেঙ্গলি সিনেমা নামে একটা নতুন বিভাগ খোলা হয়েছে। যেখানে আরও প্রদর্শিত হবে ‘বিলের ডাইরি’, ‘বারান্দা’ ও ‘স্মাগ’ নামের তিনটি বাংলা ছবি।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭