নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪৩০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন, জেলা শহরের সাতপাই এলকার সাদ্দাম (২৬), হীরা (২৭) ও পার্শ্ববর্তী চকপাড়া এলাকার মিন্নাত (৩০)।
রোববার রাতে কলমাকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।
কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১টার দিকে কলমাকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪শ ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের বাজার/একেএ/