কলম্বিয়ায় ভূমিধসে ১৮ জন নিহত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
চকো’র সরকারি কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, শুক্রবার কয়েকটি ভূমিধসে মেডেলিন ও কুইবেকের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ সময়ে রাস্তায় থাকা লোকজন কারমেন ডি আতরাতো পৌরসভার কাছের একটি বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ভূমিধসে তারা চাপা পড়ে। এতে অন্তত ১৮ জন নিহত হয়।

ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকুয়েজ জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন। এদের অধিকাংশ মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছেন কারমেন ডি আতরাতোর মেয়র।
এদিকে প্রশান্ত মহাসাগরীয় সীমান্ত সংলগ্ন চকোতে গত ২৪ ঘন্টায় প্রবল বর্ষণ হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। (বাসস ডেস্ক)