কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আকস্মিক সফরে ভেনিজুয়েলা এসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে বৈঠক করেছেন।
বছরের পর বছর ধরে কূটনৈতিক অচলাবস্থার পর এটি তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। শনিবার উভয় নেতা কারাকাসের মিরাফ্লোরেস প্রেসিডেন্ট প্রাসাদে তিন ঘন্টাব্যাপী বৈঠক করেন।
দক্ষিণ আমেরিকার প্রতিবেশী এ দুদেশের অভিন্ন সীমান্ত খুলে দেয়ার কয়েকদিনের মধ্যে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো। মাদুরোর ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর সীমান্ত বন্ধ করে দেয়া হয়।
বৈঠক শেষে টুইটারে এক বার্তায় মাদুরো বলেছেন, আমাদের মধ্যে ব্যাপক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের অভিন্ন কাজের সুষ্পষ্ট উপায় রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রসহ উভয়দেশকে ইতিবাচক ফলাফল দিয়ে যাবে। ভেনিজুয়েলা ও কলম্বিয়ার ঐক্য দীর্ঘজীবী হোক’।
বৈঠক শেষে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো মাদুরোর সাথে হাত মেলান এবং সংবাদ মাধ্যমকে কিছু না বলেই প্রাসাদ ত্যাগ করেন।
গত আগস্টে পেট্রো কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি উভয়ের দ্বিতীয় সাক্ষাত। পেট্রো প্রেসিডেন্ট হওয়ার একমাস পর দুদেশর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা হয়।
পেট্রো সোমবার চিলিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। সেখানে তিনি আরেক বামপন্থী নেতা গ্যাব্রিয়েল বোরিকের সাথে বৈঠক করবেন।