কলম্বিয়ার নগরীতে ব্যাপক বিক্ষোভ, সেনা মোতায়েনের ঘোষণা প্রেসিডেন্টের

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক শুক্রবার বলেছেন, তিনি কালিতে সামরিক বাহিনী মোতায়েন করছেন। দেশটিতে মাসব্যাপী সামাজিক আন্দোলন চলার পর কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম নগরীতে সরকার বিরোধী ব্যাপক আন্দোলনের প্রেক্ষাপটে তিনি সেখানে সামরিক বাহিনী মোতায়েনের এই ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
২২ লাখ জনসংখ্যার এ নগরীর নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ক বৈঠকের পর দুকে বলেন, ‘কালি নগরীতে জাতীয় পুলিশ বাহিনীকে সহায়তায় সর্বোচ্চ সামরিক বাহিনী মোতায়েন আজ রাতে শুরু করা হচ্ছে।’