বোগোটায় প্রথমবারের মতো বৃহস্পতিবার চালু হলো কেবল কার। এতে করে প্রতিবেশী দরিদ্র ও অপরাধ প্রবন এলাকার সঙ্গে রাজধানীর যোগাযোগ নেটওয়ার্ক সহজতর হয়েছে।
নগরীর মেয়র ইনরিক পেনালোসা টুইটারে জানান, ‘আজ আমরা ট্রান্স’মি কেবল চালু করলাম।’
প্রতি ঘন্টায় ৩,৬০০ যাত্রী পরিবহনে সক্ষম ৩.৫ কিলোমিটার দীর্ঘ কেবল কারে খরচ হবে ২৪০ বিলিয়ন পেসো (৭৩মিলিয়ন মার্কিন ডলার)।
রাজধানীর পার্শ্ববর্তী সিউদাদ বলিভারে বসবাসকারী দারিদ্র ও সন্ত্রাস কমিয়ে আনতে বাসিন্দাদের রাজধানীর কেন্দ্রে যাতায়াত জোরদার করাই এর লক্ষ্য।
বাসিন্দারা এখনো বেশ কয়েক কিলোমিটার হেঁটে অথবা বাসে সূদীর্ঘ সময় ব্যয় করে রাজধানীতে যাতায়াত করে থাকেন।
কেলি, মানিজেলস ও মেডেলিন-এর মতো গুরুত্বপূর্ণ নগরীসমূহের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি ও সন্ত্রাস হ্রাসে একত্রিত সুবিধা পেয়ে আসছে।
প্রতিটি ভ্রমণ ব্যয় হবে ২,৩০০ পেসো, যে দেশে সর্বোনিম্ন মাসিক মজুরি ৭৮০,০০০ পাসোর বেশি। তবুও জনসংখ্যার এক চতুর্থাংশ দরিদ্র।
ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশেও যেমন মেক্সিকো, ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিভিন্ন রাজধানী নগরীতে অনুরূপ কেবল কার চালতে দেখা যায়। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ