কলম্বিয়ায় চলমান শান্তি প্রক্রিয়ার মাঝে ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (২৭ জুলাই) উদ্বেগ প্রকাশ করেছে। খবর বাসস’র।
পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কলম্বিয়ায় কমিউনিটি ও সামাজিক নেতৃবৃন্দকে হত্যাসহ সংঘাত জর্জরিত কিছু এলাকায় সহিংসতা ও মাদক পাচার এবং ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত কৌশল তুলে ধরে নিরাপত্তা পরিষদের সদস্যরা কলম্বিয়া সরকার এবং দায়িত্বশীল সকল নিরাপত্তা এবং বেসামরিক প্রতিষ্ঠানকে এসব এলাকায় তাদের উপস্থিতি জোরদারের আহ্বান জানান।
তারা চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকো, রাষ্ট্রীয় প্রধান প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা পরিহারে চুক্তি সাক্ষরকে স্বাগত জানান।
নিরাপত্তা পরিষদের সদস্যরা সাবেক রেভ্যুলিশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-পিপলস আর্মি(এফএআরসি-ইপি) সদস্যদের পূর্ণ রাজনৈতিক, আইনী এবং আর্থ-সামাজিক অন্তর্ভূক্তিকরণের গুরুত্বারোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
পরিষদ সদস্যরা শান্তিচুক্তি বাস্তবায়নে কলম্বিয়ার সঙ্গে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যাক্ত করেন।
আজকের বাজার/একেএ