কলম্বিয়ার রাজধানীতে বোগোটায় আরোপ করা কারফিউ উপেক্ষা করে শুক্রবার কয়েকশ’ লোক দেশটির প্রেসিডেন্ট ইভান দুকের বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা বাসভবনটি লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। রাজধানীতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় সেখানে এ কারফিউ জারি করে সরকার। এএফপি’র এক সাংবাদিক একথা জানান। খবর এএফপি’র।
রাজধানীতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে তিনজন নিহত ও অনেক আহত হওয়ার একদিন পর আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শনের সময় জাতীয় সঙ্গীত গাইতে ছিল এবং তাদেরকে নানা ধরনের বাজনা বাজাতেও দেখা যায়।