কলম্বিয়ার রাজধানী বোগোটার কাছে কুকুনুবায় শনিবার একটি কয়লাখনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছে। স্থানীয় ফায়ার বিভাগ এ কথা জানায়। করোনাভাইরাসের জরুরি নির্দেশনা থাকা সত্তে¡ও এই খনি শ্রমিকরা সেখানে কাজ করছিল। সরকারের নির্দেশে বেশীরভাগ কলম্বিয়ান কোয়ারেন্টাইন পালন করছেন। তবে খনি কার্যক্রম চালু রাখা হয়।
ফায়ার বিভাগের প্রধান ক্যাপ্টেইন আলভারো ফারফান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কয়লাখনিটিতে বৈধভাবেই কাজ চলছিল। তবে তিনি সেখানে কি ধরণের বিষ্ফোরণ ঘটেছে সে বিষয় বিস্তারিত কিছু জানাননি। শুক্রবার কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে আরেকটি খনিতে দুর্ঘটনায় ৬ শ্রমিক মারা গেছে।
নতুন এই বিষ্ফোরণের পরে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল মাইনিং এজেন্সি কলম্বিয়ায় ভূগর্ভে কয়লাখনির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তথ্য-বাসস
আজকের বাজার/শারমিন আক্তার