কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। প্রায় এক মাস আগে অবৈধ একটি স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তাদের প্রাণহানি ঘটে। রোববার এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
খনি শ্রমিকের এ গ্রুপ গত ২৬ মার্চ সেখানে আটকা পড়ে। প্রবল বর্ষণের কারণে ১৭ মিটার (৫৫ ফুট) গভীর এ স্বর্ণখনি প্লাবিত হওয়ায় তাদের এমন পরিণতি বরণ করতে হয়।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় খনি সংস্থার প্রেসিডেন্ট জুয়ান মিগুয়েল ডুরান বলেন, ‘ উদ্ধার দলের সদস্যরা সেখান খনি থেকে ১১টি লাশ উদ্ধার করেছে।
কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার কৌকা রিভারের তীরে অবস্থিত এ খনির চারদিক আবারো প্লাবিত হওয়ায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়। প্রকৃতপক্ষে এ উদ্ধার কার্যক্রম শেষ করতে ৪৮ ঘণ্টারও কম সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।
শনিবার ভোরে সেখান থেকে প্রথম লাশ উদ্ধার করা হয়।
ডুরান নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন।