কলম্বিয়ার নারিনো প্রদেশে গালেরাস আগ্নেয়গিরিতে ভূমিকম্পে অন্তত ২ জন নিহত হয়েছেন। খবর সিনহুয়া’র।
মঙ্গলবার (১২ জুন) প্রদেশের রাজধানী পাস্ত নগরীর কাছে এ ঘটনা ঘটে।
সিনহুয়া’র খবরে বলা হয়, মঙ্গলবার নারিনো প্রদেশের রাজধানী পাস্ত নগরীর কাছে পরপর দু’টি ভূমিকম্প হয়। স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পের পর অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
নারিনোর গভর্নর কামিলো রোমেরো টুইটারে বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি।
একটি বাড়িতে পাথর চাপা পড়ে ২ জন মারা গেছে। পাথরের চাপায় বাড়িটি ধ্বংস হয়ে যায়।
কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৫।
এর উৎপত্তিস্থল ছিল মাত্র ৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে আশপাশের এলাকাগুলোতে শক্তিশালী কাঁপুনি অনুভূত হয়েছে।
আজকের বাজার/একেএ