কলম্বিয়ায় ১৬ ফার্ক সদস্য নিহত

কলম্বিয়ায় এক সামরিক অভিযানে দেশটির সাবেক গেরিলা গোষ্ঠী ফার্কের ১৬ সদস্য নিহত হয়েছেন। খবর এএফপি’র।

বুধবার (১৪ জুন) কলম্বিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস টুইটারে বলেন, আমরা এসব অপরাধীর বিরুদ্ধে আমাদের নজরদারি কমাবো না।

প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস বিলেগাস সাংবাদিকদের বলেন, এ অভিযানে বিদ্রোহী কমান্ডার অ্যালেক্স রেন্ডন নিহত হয়ে থাকতে পারেন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কলম্বিয়ার আরাউকা অঞ্চলের ফরটুল পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রুপটি ওই এলাকার স্থানীয় একটি হাসপাতাল, তেল স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।

এর পাশাপাশি তারা চাঁদাবাজি, অস্ত্র পাচার ও সন্ত্রাসী হামলার পরিকল্পনাও গ্রহণ করে।

আজকের বাজার/একেএ