মেক্সিকোর নিপতিত মাদক স¤্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানকে শুক্রবার যুক্তরাষ্ট্রের কলরাডো রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এডিএক্স কারাগারে বন্দি করা হয়েছে। তার জীবনের বাকী দিনগুলো তাকে সেখানে কাটাতে হবে। খবর এএফপি’র।
কারাগার ব্যুরোর এক সংক্ষিপ্ত ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে গুজম্যানকে কানসাসের কেন্দ্রস্থল ফ্লোরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাক্সিমামে (এডিএক্স) কেন্দ্রীয় কারাগার ব্যুরোর হেফাজতে রাখা হয়েছে।’
মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া মাদক পাচার চক্রের সাবেক নেতা ৬২ বছর বয়সী গুজম্যানকে শত শত টন কোকেন ও হেরোইন ও মারিজুয়ানা যুক্তরাষ্ট্রে পাচার করায় গত ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয়।
বুধবার নিউইয়র্কের একটি আদালত কক্ষে তাকে যাবজ্জীবনের কারাদ- দিয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত সুপারম্যাক্স কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।