জরুরি ইন্টারভিউ অথবা মিটিং আছে অথচ চামড়ার জুতোর অবস্থা খুবই খারাপ। ঘরে শু পলিশও নেই। কী করবেন? মাথায় হাত। এই ময়লা জুতো পরেই বের হবেন? মোটেই না। চলুন দেখে নিই একটি দারুণ ছোট্র কৌশল জুতো হবে নতুনের মত চকচকে।
ময়লা জুতা চকচকে করে তুলতে সাহায্য করে কলার খোসা। জুতা পালিশ দিয়েও অনেক সময় জুতা পরিষ্কার হয় না। তখন বাধ্য হয়ে নোংরা জুতা পড়েই যেতে হয়। সেই জুতাই নিমেষে চকচকে করে তুলবে কলার খোসা। পাকা কলার খোসার ভেতরটা জুতার ওপর কয়েক মিনিট ঘষুন। তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিন। দেখবেন জুতা চকচকে হয়ে গেছে।
কী সেই কৌশল?
তা হলো কলার খোসার ব্যবহার। কলার খোসার ভেতরের দিকটি দিয়ে পুরো জুতো ঘষে নিন। এরপর একটি নরম কাপড় দিয়ে জুতো মুছে নিন। একেবারে নতুনের মত চকচকে হয়ে যাবে আপনার জুতো ।