সুনামগঞ্জে কলেজছাত্রীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ আদেশ দেন।
এদিকে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ, গত ১১ জানুয়ারি নির্যাতিতা কলেজছাত্রীকে পূর্ব পরিচিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম কৌশলে সিলেটে নিয়ে আসে।
পরে তিনদিন মেসে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরবর্তীতে ১৩ জানুয়ারি বিয়ের কথা বলে তাকে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে রেখে পালিয়ে যায় অভিযুক্ত সাইফুল। ঐদিনই সদর থানায় অভিযোগ করে নির্যাতিতা। পরে রোববার রাতে সিলেট থেকে অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করা হয়।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭