কলেজশিক্ষক অপহৃত: জিডি করেছে স্বজনরা

রাজশাহীর চারঘাট থেকে অপহৃত কলেজশিক্ষক শফিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার শ্বশুর নজরুল ইসলাম রোববার সকালে চারঘাট থানায় জিডিটি করেন।

জিডিতে শফিকুর রহমানের চেহারার ও পোশাকের বর্ণনা দেওয়া হয়। বলা হয়, কলেজের উদ্দেশে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।

গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার অনুপমপুর এলাকা থেকে শফিকুর রহমান ও তার আরেক সহকর্মী বজরুল ইসলামকে তুলে নেওয়া হয়। তবে পাবনার দাশুড়িয়া এলাকায় গিয়ে বজরুলকে ছেড়ে দিয়েছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ তাদের তুলে আনেনি। লোকমুখে ঘটনা শোনার পর থেকেই তাঁরা খোঁজাখুঁজি শুরু করেছেন।

রাজশাহী র‍্যাব-৫-এর উপ-অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, র‍্যাব ওই দিকে কোনো অভিযান চালায়নি।

শফিকুর রহমানের মা নূরজাহান বেগম সাংবাদিকদের বলেছেন, তার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। কী জন্য ছেলেকে নিয়ে গেছে, তাঁরা কিছুই জানেন না।

শফিকুর রহমান উপজেলার ডাকরা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি উপজেলার আস্করপুর গ্রামে। আর বজরুল ইসলাম একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি চারঘাটের রায়পুর গ্রামে। তিনি চারঘাট উপজেলা সদরে একটি ভাড়াবাড়িতে থাকেন। বেশির ভাগ দিনই শিক্ষক শফিকুর রহমানের মোটরসাইকেলে চেপে বজরুল ইসলাম বাসায় ফেরেন।

এমআর/