নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজধানীর সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রেববার (৫ আগস্ট) বেলা ৩টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।
এছাড়া বিকাল ৫টার দিকে রাজধানীর সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় বাসচাপায় দুই সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে টানা আট দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
আজকের বাজার/এমএইচ