কলেজ শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী রোবটিক্স প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার এ প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে বৃহস্পতিবার।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নতুন ক্যাম্পাস। এতে অংশগ্রহণ করছে ১৫ কলেজের রোবটিক দল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজগুলো হলো, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হলি ক্রস কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বি এ এফ শাহীন কলেজ, ট্রাস্ট কলেজ, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এস ও এস হারমান মেইনার কলেজ, সেইন্ট জোসেফ কলেজ ও চিটাগং গ্রামার স্কুল, ঢাকা।
জাপানের এডুকেশন টেকনোলোজি কোম্পানি ভেনচুরাস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান দূতাবাস, জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেইটিআরও) ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দলকে ১ লাখ টাকা পুরষ্কার হিসেবে দেওয়া হবে।
আরএম/