কল্যাণপুরে জঙ্গি অভিযান মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ১৬ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো।

পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় সারা রাত অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তখন পুলিশ জানায়, তারা সবাই জেএমবি সদস্য। অভিযানের দুই দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

রাসেল/